Malda

ট্রান্সফর্মার মেরামতির দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

জেলা

বিকল ট্রান্সফর্মারের কারণে দিনের বেলা অসহ্য গরম এবং সন্ধ্যার পরে অন্ধকারে গোটা গ্রাম। ট্রান্সফর্মার মেরামতির দাবিতে বিদ্যুৎ অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান মালদার গাজোল থানার শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া এলাকায় মানুষজন। অভিযোগ বিক্ষোভ তুলতে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে। গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া এলাকায়। 
জানা গেছে, শুক্রবার ওই এলাকার বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায়। ট্রান্সফর্মার সারিয়ে তোলার দাবিতে গ্রামবাসীরা গাজোল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভে উত্তপ্ত হয় গোটা এলাকা। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টার করে। অভিযোগ পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জেই বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়। 
বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রান্সফরমার বিকল হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটে কারণে গরমে নাজেহাল হতে হয় এলাকার বাসিন্দাদের। শুক্রবার রাতে ট্রান্সফর্মার মেরামতির দাবিতে বিক্ষোভ দেখালে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় কয়েকজন গুরুতর জখম হয়েছেন। 

Comments :0

Login to leave a comment