QUZE | AML KAR | NATUNPATA — 2025 FEBRUARY 13 : ANS.

বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ ফেব্রুয়ারি ১৩ : উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 FEBRUARY 13  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা : উত্তর 

 

 

জিজ্ঞাসা

 

১. 'হ্যান্ডবল' খেলা সম্বন্ধে কী জানো খুব সংক্ষেপে বলো।
২. ২০২৪ সালের ১৩৩ তম ডুরান্ড ফুটবল বিজয়ী কোন্ দল?
৩. বিশ্বের কোন্ দেশে সবচেয়ে বেশি নদী আছে?
৪. "ফেসবুক" কবে প্রতিষ্ঠিত হয় ? কে প্রতিষ্ঠা করেন?
৫. রবীন্দ্রনাথ ঠাকুর বাঁকুড়ায় একটি সিনেমা হলের নামকরণ করে দ্বারোদঘাটন করেন? কবে, কী নামে?
৬. কলকাতা হাইকোর্টে বর্তমানে কতজন বিচারপতি আছেন? সেখানে বিচারপতির পদ কতগুলো খালি আছে?

সমাধান 

 

১. ১৯ শতকে স্ক্যান্ডিনেভিয়া ও জার্মানিতে প্রথম হ্যান্ডবল খেলা চালু হয়। প্রতিদলে ১ জন গোলরক্ষক সহ ৭ জন খেলোয়াড়, ৬০ মিনিটের এই খেলায় ৪২৫-৪৭৫ গ্ৰাম ওজনের গোলাকার বলে খেলা হয়। পায়ে লাগলে ফাউল।
২. ২০২৪ সালে ডুরান্ড কাপের ১৩৩ তম ফাইন্যাল খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকায় ৩-৪ গোলে মোহনবাগান টাইব্রেকারে ইস্টওয়েস্ট ইউনাইটেড ক্লাবের কাছে হেরে যায়।
৩. পৃথিবীতে কানাডায় সবচেয়ে বেশি __প্রায় ৮০ হাজার নদী আছে।
৪. ২০০৪ সালের ফেব্রুয়ারির ৭ বা ৮ তারিখে আমেরিকার কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন।
৫. ১৯৪১ সালের মার্চ মাসে রবীন্দ্রনাথ ঠাকুর বাঁকুড়া নতুন গঞ্জে "চণ্ডীদাস মিত্র মন্দির" নামে সিনেমা হলের নামকরণ ও দ্বারোদঘাটন করেন।
৬. কলকাতা হাইকোর্টে বর্তমানে মোট ৪৩ জন বিচারক আছেন। অনুমোদিত বিচারক ৭২ জন, শূন্যপদ আছে ২৯টি।

Comments :0

Login to leave a comment