QUZE | AML KAR | NATUNPATA — 2025 FEBRUARY 20 : ANS.

বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ ফেব্রুয়ারি ২০ : উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 FEBRUARY 20  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা : ২০২৫ ফেব্রুয়ারি ২০ : উত্তর

জিজ্ঞাসা

 

১. বিশ্বের প্রাচীনতম(লন্ডনের) উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় ২০২৪ সালে মহিলা ও পুরুষ বিভাগে বিজয়ীর নাম বলো।
২. ২০২৪ সালের সিএবি-র "কার্তিক বসু জীবনকৃতি সম্মাননা" প্রাপকের নাম বলো!
৩. রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ -এর কয়েকটি কাব্যগ্রন্থের নাম বলো।
৪. বিশ্বের দীর্ঘতম হিমবাহ (বরফের নদী)-র নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ-র নাম কি?
৫. বিশ্বে এখন বিলিওনেয়ার (১০০ কোটি ডলার)কতজন?
৬. ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট?

সমাধান

 

১. বিশ্বের প্রাচীনতম (লন্ডনের) উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় ২০২৪ সালে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন বারবোরা ক্রেজসিকোভা এবং পুরুষ বিভাগে বিজয়ী হন কার্লোস আলকারাজ।
২. ২০২৪ সালের সিএবি পরিচালিত ক্রিকেটার "কার্তিক বসু জীবনকৃতি সম্মাননা" প্রাপকরা হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক প্রণব রায় ও মহিলা বিভাগে রুনা বসু।
৩. রূপসী বাংলার কবি নামে খ্যাত জীবনানন্দ দাশ ( জন্ম ১৭/০২/১৮৯৯)- এর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বনলতা সেন ( রবীন্দ্র স্মৃতি পুরস্কারপ্রাপ্ত), ধূসর পান্ডুলিপি,ঝরা পালক, কবিতা সমগ্র, বেলা অবেলা কালবেলা , শ্রেষ্ঠ কবিতা ( সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত)।
৪. বিশ্বের দীর্ঘতম হিমবাহ (বরফের নদী)-র নাম ল্যাম্বার্ট। ভারতের __সিয়াচেন।
৫. বিশ্বে এখন বিলিওনেয়ার (১০০ কোটি ডলারের মালিক) ২৭৬৯ জন।
৬. ডোনাল্ড ট্রাম্প  আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট।

Comments :0

Login to leave a comment