Ameen Sayani

রেডিও সঞ্চালক আমিন সয়ানি প্রয়াত

জাতীয়

Radio presenter Ameen Sayani died ছবি টুইটার থেকে।

কিংবদন্তী রেডিও সঞ্চালক আমিন সয়ানি প্রয়াত হয়েছেন। দশকের পর দশক বেতারে তাঁর কন্ঠস্বরে জুড়ে থেকেছেন প্রায় সব বয়সের শ্রোতা। বুধবার সয়ানির পরিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। 
স্বাধীনতার আগে থেকে ঘোষণা এবং সঞ্চালনার কাজ করতেন আমিন সয়ানি। যুক্ত ছিলেন একটি ইংরেজি বেতার অনুষ্ঠানে। স্বাধীনতার পর হিন্দিতেই অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি। বিশেষ জনপ্রিয় ছিলেন ‘গীতমালা’ অনুষ্ঠানের জন্য। শ্রোতাদের জুড়ে নিতেন ‘বহনো অউর ভাইয়ো’ বলে। ‘গীতমালা’ টানা চলেছিল ১৯৫২ থেকে ১৯৯৪ পর্যন্ত। ২০০১ সালে ফের শুরু হয়ে ২০০৩ পর্যন্ত চলে এই অনুষ্ঠান। বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে আমিন সয়ানিকে। 
১৯৩২’র ২১ ডিসেম্বর জন্ম মুম্বাইতে। মারাও গিয়েছেন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। পুত্র রজিল সয়ানি জানিয়েছেন যে মঙ্গলবার রাতে বুকে ব্যথা হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বুধবার প্রয়াত হন। বয়স হয়েছিল ৯১। 
পরিবার জানিয়েছে আমিন সয়ানির শেষকৃত্য হবে বৃহস্পতিবার।

Comments :0

Login to leave a comment