Congress IT

আয়কর নোটিসে পালটা হুঁশিয়ারি রাহুলের

জাতীয় লোকসভা ২০২৪

 

নির্বাচনের আগে কংগ্রেসকে পঙ্গু করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আয়কর দপ্তরকে দিয়ে জুলুম চালিয়ে দমানো যাবে না। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার খেলায় যারা নেমেছে, তাদের বিচারের মুখে পড়তে হবে।

শুক্রবার এই মর্মে হুঁশিয়ারি দিল কংগ্রেস। এদিনই সকালে আয়কর দপ্তরের নতুন নোটিস পৌঁছেছে দলের দপ্তরে। গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আয়কর বিভাগ। কংগ্রেস বলেছে, নির্বাচনে যাতে প্রচারের মতো কাজে খরচ করা না যায় তার জন্য আয়কর দপ্তরকে ব্যবহার করা হচ্ছে। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন বলেন, ‘‘যারা গণতন্ত্র কেড়ে নিতে নেমেছে, সরকার বদলানোর পর, তাদের বিরুদ্ধে চোখে পড়ার মতো ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এমন কাজ করার সাহস না পায়। এটা আমার গ্যারান্টি। 

কংগ্রেসকে ১৮০০ কোটি টাকা জমা করার নির্দেশ দিয়ে এদিন চিঠি পাঠায় আয়কর দপ্তর। করের হিসেব সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ তুলে এই নির্দেশ পাঠিয়েছে আয়কর বিভাগ। 

কংগ্রেস জানিয়েছে রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’-র সমাবেশে রাহুলের পাশাপাশি অংশ নেবেন দলের সভাপপতি মল্লিকার্জুন খাড়গে।  

Comments :0

Login to leave a comment