Mid Day Meal

মিড ডে মিলে টিকটিকি, উত্তেজনা শ্যামপুরে

জেলা

মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শ্যামপুরে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্যামপুর ১ নম্বর ব্লকেরট উমেশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক চিকিৎসার জন্য স্কুলের কিছু ছাত্রকে কমলপুর স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, এদিন এক পড়ুয়ার মা তার বাচ্চাকে মিড ডে মিলের খাবার খাওয়াচ্ছিল, সেই সময় টিকটিকি দেখতে পায়। ততক্ষণে অন্য অনেক পড়ুয়া সেই খাবার খেয়ে ফেলে। টিকটিকির ঘটনা চাউর হতেই তারা ভয়ে বমি করতে থাকে। স্কুল কর্তৃপক্ষ স্কুল পড়ুয়াদের সঙ্গে সঙ্গে কমলপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চলে যায়। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন প্রশাসনের কর্তারা। স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার প্রামানিক বলেন, ‘‘আমরা খাবারে টিকটিকি পড়ার ঘটনার খবর পেয়ে পড়ুয়ারের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। রান্নাঘরে জোরে বাতাসের ব্যবস্থা আছে হয়তো তা থেকেই খাবারে টিকটিকি পড়ে গেছে। যদিও আমরা এ বিষয়ে যথেষ্ট নজর রাখি। যারা খাবার খেয়েছিল আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’’ শ্যামপুর ১ নম্বর ব্লকের বিডিও তন্ময় কাঞ্জী বলেন, ‘‘আমরা গোটা বিষয়টা নজরদারির মধ্যে রেখেছি। এছাড়াও আমরা তদন্ত করে দেখব কি করে এই ঘটনা ঘটলো।’’
 

Comments :0

Login to leave a comment