Rajasthan Serial Blasts Case

জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় খালাস অভিযুক্তরা

জাতীয়

২০০৮ সালে জয়পুরে যে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, সেই মামলার ৪ অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে রাজস্থান হইকোর্ট। এই ঘটনায় ৭১ জনের মৃত্যু হয় এবং ১৮০ জনেরও বেশি মারা যায়। 
বিচার বিভাগীয় আদালত অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেয় যা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়।

বুধবার বিচারপতি পঙ্কজ ভান্ডারি ও বিচারপতি সমীর জৈনের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ১৩ মে, ২০০৮-এ জয়পুর একটি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে যখন মানক চক খান্দা, চাঁদপোল গেট, বাদি চৌপদ, ছোট চৌপদ, ত্রিপোলিয়া গেট, জোহরি বাজার এবং সাঙ্গানারী গেটে একের পর এক বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৭১ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়।

রামচন্দ্র মন্দিরের কাছে একটি তাজা বোমা উদ্ধার করা হয় যা একটি বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে নিষ্ক্রিয় করে।

Comments :0

Login to leave a comment