SOMPRITIR MOHAMICHHIL

কলকাতায় সম্প্রীতির মহামিছিলে জনতার ঢল

রাজ্য কলকাতা

পার্ক সার্কাসের কাছে সম্প্রীতির মহামিছিল।

উদ্বেগের কেন্দ্রে হাওড়ার শিবপুর আর হুগলীর রিষড়া। সাম্প্রদায়িক অশান্তি নষ্ট করতে চাইছে সম্প্রীতিকে। রাজ্যের অন্যত্রও উদ্বেগের পরিবেশ। এই আবহেই কলকাতায় সম্প্রীতির মহামিছিল হলো জেলা বামফ্রন্টের ডাকে। 

শনিবার মিছিলে অংশ নেন সব অংশের মানুষ। বিজেপি-আরএসএস সরাসরি উস্কানি দিচ্ছে। অংশ নিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। শোচনীয় ভূমিকা রাজ্য প্রশাসন এবং পুলিশের। 

বামফ্রন্ট নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন। 

শ্রমজীবীর ঐক্যে জোর দিয়ে এদিন স্লোগান ওঠে মিছিলে। দিল্লির রামলীলা ময়দানে শ্রমিক, কৃষক, খেতমজুরের ঐক্য দেখেছে ৫ এপ্রিল। এ রাজ্যে মেহনতির লড়াই প্রশ্নের মুখে ফেলছে বিজেপি এবং তৃণমূল, দু’পক্ষকেই। নির্মম লুট, সফল চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে নেতা-মন্ত্রীদের টাকার পাহাড় গড়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন মানুষ। সেই সময়েই উৎসব পালনের নামে অস্ত্র মিছিল চলছে মেহনতির একতা ভাঙার চেষ্টায়। 

মিছিল সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সব অংশের মানুষের কাছে। প্রতিরোধে নামার আহ্বানও জানিয়েছে। 

Comments :0

Login to leave a comment