গল্প — মুক্তধারা, বর্ষ ২
শুধুই স্বপ্ন কি!
রাহুল চট্টোপাধ্যায়
স্বপ্নটা ছিল কুড়ি মিনিটের। কি করে জানলো অভীক? আসলে ঘুম ভেঙে ঘড়িটা দেখেছিল পাঁচটা দশ, তারপর আবার তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। ঘুম ভাঙে সাড়ে পাঁচটায়।
***
হালকা ঘুমের ঘোর- বিধ্বংসী শব্দ, ধোঁয়া, হুড়মুড়িয়ে ভেঙে পড়া বাড়ি, মানুষের ছোটাছুটি, অজস্র শিশুর আর্তনাদ।
***
ঘুমের মধ্যে ছটফট্ করে অভীক। অসহ্য যন্ত্রনা অনুভব করে সে।। মনে হয় তার বাঁ-হাতটা খসে গিয়েছে শরীর থেকে। অসহ্য যন্ত্রনা তার সারাটা শরীর জুড়ে।
***
ঘুমটা ভেঙে যায় আড়ষ্ট এক ব্যথায়। ঘুম জড়ানো চোখে ধোঁয়া দেখতে থাকে। দেখে সেই ধোঁয়ার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। বুঝতে পারে না সে, মনে হয় গাজার কথা। বুঝতে পারে না গাজা কখন গাজীপুর হয়ে উঠে সামনে চলে আসবে।
***
মাত্র কুড়ি মিনিট। তার মধ্যেই বদলে যায় তার কর্পোরেট অস্তিত্ব। উচু পদ, আর মোটা মাইনের চাকরি ঐ ধোঁয়ার সঙ্গে মিলে যায়। ভয় হয়। যদি এমন কিছু ঘটে যায় তাদের সীমানায়।
Comments :0