দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি
বৃহস্পতিবার ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভা। আর সেই সভার প্রস্তুতিতে ময়নাগুড়ি শহরের চারটি স্কুল বন্ধ রাখার অভিযোগ উঠল ।
ময়নাগুড়ি শহরের ময়নাগুড়ি হাইস্কুল, সুভাষ নগর উচ্চ বিদ্যালয়, শহীদগড় উচ্চ বিদ্যালয় এবং খাগড়াবাড়ি গার্লস স্কুল বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। বুধবার এবং বৃহস্পতিবার স্কুল ছুটি দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বালিকা গোলে বলেন, “আমার কাছে কোনো খবর নেই। কি কারণে চারটি স্কুল বন্ধ রাখা হয়েছে বিষয়টি জানি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।"
এই বিষয়ে উল্লিখিত চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাংবাদিকরা ফোন করলে কেউই ফোন তোলেননি। ময়নাগুড়ির সিপিআই(এম) নেতা এবং জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য জ্যোতি প্রকাশ ঘোষ বলেন, “স্কুল ছুটি হয়েছে শুনেছি। তবে কী জন্য ছুটি সেটা স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার করেনি ছাত্র-ছাত্রীদের কাছে। শোনা যাচ্ছে অভিষেক ব্যানার্জির সভার জন্য পুলিশ প্রশাসনের থাকার বন্দোবস্ত করা হয়েছে স্কুলে। তার জন্যই ছুটি দেওয়া হয়েছে স্কুল।”
Comments :0