পাঁচ বছর ধরে নীরব থেকেছেন সপ্তদশ লোকসভার ৯ সদস্য। এই সাংসদদের মধ্যে রয়েছেন দুই চিত্রতারকাও, বিজেপি’র সানি দেওল এবং তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিন্হা।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে তৃণমূল সাংসদদের তালিকায়। তিনিও নীরব থেকেছেন পাঁচ-পাঁচটি বছর।
লোকসভার ৫৪৩ সাংসদের মধ্যে এই ৯ সাংসদ লোকসভার কোনও বিতর্কেই অংশ নেননি। সানি দেওলকে নিয়ে এই তালিকায় ৬ সাংসদই বিজেপি’র।
আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিন্হা, দিব্যেন্দু অধিকারী সাংসদ তমলুকের।
৯ সাংসদের মধ্যে ৬ সাংসদ যদিও লিখিত ভাবে অংশ নিয়েছেন। তবে শত্রুঘ্ন সিন্হার মতো ৩ সাংসদ তা-ও করেননি।
SILENT MP
লোকসভার 'খামোশ’ সাংসদদের মধ্যে বিজেপি’র সানি, তৃণমূলের শত্রুঘ্ন
×
Comments :0