আবারও বিষ খাইয়ে সারমেয় মেরে ফেলার অভিযোগ। এবার বীরভূমে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল হতেই সিউড়ি শহরের জনবহুল টিনবাজার এলাকায় পাঁচটি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। কি ভাবে এক সঙ্গে এতগুলো কুকুরের মৃত্যু হল তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। মৃত প্রাণীগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, কেউ বা কারা পরিকল্পনা করে বিষ খাইয়ে কুকুরগুলিকে মেরে ফেলেছে। প্রতিবাদে সোচ্চার হয়েছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, কেউ পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়েছে খুন করেছে কুকুরগুকিকে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা। এর আগেও বিভিন্ন জায়গায় কুকুরদের এভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক। এক সঙ্গে এত গুলো কুকুরের মৃত্যু অথচ দেহের মধ্যে কোন আঘাতের চিহ্ন নেই। তাতেই স্পষ্ট হয়েছে পরিকল্পনা মাফিক বিষ খাইয়ে খুন করা হয়েছে কুকুরগুলিকে।
Shocking News
বীরভূমে পাঁচটি কুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ
×
Comments :0