Raped in Jharkhand

ঝাড়খণ্ডে বিদেশি পর্যটককে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার তিন

জাতীয়

বিদেশি পর্যটককে দলবেঁধে ধর্ষণের অপরাধে ঝাড়খণ্ডে তিন জনকে শনিবার গ্রেপ্তার করল পুলিশ। আরও কয়েকজনও এই ঘটনায় যুক্ত, তাদের ধরতে খোঁজ চালাচ্ছে পুলিশ এবং ইতিমধ্যে সিট’ও গঠন করা হয়েছে। ধৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। 
স্পেনের বাসিন্দা এক দম্পতি বাইক নিয়ে বিভিন্ন দেশ ঘুরতে বেড়িয়েছেন। সম্প্রতি বাংলাদেশ থেকে দুমকা পৌঁছান তাঁরা। এরপর বিহার ঘুরে নেপালের দিকে যাওয়ার কথা ছিল তাঁদের। কুরুমাহাটে শুক্রবার তাঁবু খাঁটিয়ে রাতে থাকার বন্দোবস্ত করেন তাঁরা। সেখানেই চড়াও হয় একদল যুবক। স্ত্রীকে শারীরিক নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে জখম হন স্পেনের নাগরিক ওই ব্যক্তি। তাঁকেও মারধর করা হয়। দলবেঁধে অত্যাচার চালিয়ে অভিযুক্তরা চম্পট দেওয়ার পর নিজেদের ভাষায় উত্তেজিত হয়ে কথা বলছিলেন ওই দম্পতি। বেশ কিছুক্ষণ পর পুলিশের টহলদারি ভ্যান তাঁদের তাঁবুর সামনে দিয়ে যাচ্ছিল। কিছু সমস্যা আঁচ করে নেমে কথা বলেন আধিকারিকরা। কিন্তু ভাষা বুঝতে পারছিলেন না। তবে তাঁদের চিকিৎসার প্রয়োজন আছে বুঝে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরাই পুলিশকে ধর্ষণের বিষয়ে জানান। নির্যাতিতা এবং তাঁর স্বামীও জবানবন্দি দেন চিকিৎসকদের মারফত। তখন রাত দেড়টা। দ্রুত তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে তদন্তের ভিত্তিতে তিন জনকে এদিন ভোরের মধ্যেই গ্রেপ্তার করা হয়। ফরেন্সিক দল এবং সিআইডি’র সাহায্য নেওয়া হচ্ছে। দুমকার সরকারি হাসপাতালের চিকিৎসক বাচ্চাপ্রসাদ সিং জানিয়েছেন, পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে ৬০ কিলোমিটার বাইক চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন বছর ৬৮’র ওই ব্যক্তি। দু’জনেই এখন সুস্থ আছেন। 

Comments :0

Login to leave a comment