Durgapur

শ্রমিক মিলন উৎসব ইস্পাত নগরীতে

জেলা

রবিবার ইস্পাত শ্রমিকদের মিলোন উৎসবে মুখরিত হোল আশিস-জব্বারের শহীদ ভূমি ইস্পাতনগরী। ২০১৭ সালে ইস্পাতনগরীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)’র পক্ষ থেকে বার্ষিক শ্রমিক মিলন উৎসবের সূচনা করা হয়। রবিবার সকালে আশিস মার্কেটের শহীদবেদী থেকে বাইক মিছিল দিয়ে এ বছরের "শ্রমিক মিলন উৎসব - ২০২৩"সূচনা হয়। পরে এই বাইক মিছিল মূল অনুষ্ঠান স্থল নেহেরু স্টেডিয়ামে যায়। সেখানে ইউনিয়নের পতাকা উত্তোলন করেন ইউনিয়নের দুর্গাপুর ইস্পাত কারখানা শাখার সভাপতি ও সিআইটিইউ’র পশ্চিবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি। মিলোন উৎসবে ছিলেন রাজ্য সভার সদস্য বিশিষ্ট আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য, সাইদুলহক, জিয়াউরআলম, বিধানসভায় আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী, বিপ্রেন্দু চক্রবর্তি, সুখময় বোস, বিনয়কৃষ্ণ চক্রবর্তী, সীমান্ত চ্যাটার্জী প্রমুখ। সকালে বাইক মিছিল থেকে মিলোনৎসবে উপস্থিত ছিলেন উত্তরকাশীর সুড়ঙ্গে কর্মরত অবস্থায় আটকেপড়া শ্রমিকদের মধ্যে কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার এবং তাদের উদ্ধারকারী দিল্লির মুন্না কুরেশী ও ভাকিলহাসান। এই মিলনোৎসবে আসতে পেরে তাঁরা আনন্দিত বলে জানিয়েছেন। উদ্ধারকারীদের দলনেতা ভাকিল হাসান জানালেন,‘‘তারা চান সারাদেশের শ্রমিকদের মধ্যে এই ধরনের মিলনোৎসব অনুষ্ঠিত হোক। যদিও উত্তরকাশীর সুড়ঙ্গ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষ শ্রমিক মানিক তালুকদার চিন্তিত কারণ তাঁর অথবা তাঁর ছেলের কোন কাজের ব্যবস্থা এখনো রাজ্য সরকার করেনি। ধনতান্ত্রিক ব্যবস্থার ‘বিচ্ছিন্নতার’ বিকল্পে মিলনোৎসবে,’ সবার ওপরে মানুষ সত্য’- এই ধারনায় যৌথ সামাজিক উৎসবকে তুলে ধরার প্রচেষ্টাকে অভিনন্দন জানালেন বিশিষ্ট আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী সৌমেন রায় ও তাঁরদল,ঝুমুর গানের জাদুকর কিশোর কুমার গুপ্ত ও সম্প্রদায়, বিশিষ্ট আবৃতিকার দিগন্ত সিনহা এবং রাজ্যের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরাত্রি কাসিনহা উপস্থিত থেকে গান ও আবৃতি পরিবেশন করেন। দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মরত স্থায়ী, ঠিকা ও অবসরপ্রাপ্ত শ্রমিকরা,তাদের পরিবারবর্গ সহ অন্যান্য শ্রমিক -কৃষক- ছাত্র- যুবক- মহিলা, প্রতি বছরের মতো এবারও এই মিলন উৎসবে যোগদান করেন। শিশু-কিশোর-কিশোরীদের কলতানে মুখর মিলন উৎসবে মেতে সকলেই। খাওয়া-দাওয়ার পাশাপাশি চলতে থাকে স্পোর্টস,গান-বাজনা-আবৃতি-নাচ-ক্যুইজ প্রতিযোগিতা। মিশন হাসপাতালের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। সারাদেশ ও রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে ফুৎকারে উড়িয়ে এবছরের মিলন উৎসব।
 

Comments :0

Login to leave a comment