‘বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কারো জানতে বাকি নেই পিসির দালাল ভিসি’ শাসকদলের দালালির প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ভবনে রাজ্যের শাসক দল তৃণমূলের বিশ্ববিদ্যালয় কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকর কুমার নাথ শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন, এমনকি এদিন এই মঞ্চে উপাচার্যকে বক্তব্য রাখার সময় রাজ্য সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায়। এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছে এসএফআই। এসএফআই এদিনই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের এরূপ আচরণ তার ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বাধীকারকে সংকটে ফেলেছে। এর আগেও বিভিন্ন সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত শাসক দলের পক্ষপাতিত্ব করেছে। বৃহস্পতিবার এসএফআই এর পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সুবর্ণ জয়ন্তী ভবন চত্বরে প্রতিবাদ সভা করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর ভৌমিক, রাজ্য কমিটির সদস্য অয়ন মন্ডল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অমৃত রায়, চিন্ময় কর্মকার, বর্ধমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। বিশ্ববিদ্যালয়ের এহেন আচরণকে নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই সভার মধ্য দিয়ে। সভা শেষে লোকসভায় পেশ হওয়া শিক্ষা বিরোধী বিল বাতিলের দাবিতে এই বিলের খসরা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের স্বাধীকার রক্ষার লড়াই, উচ্চ শিক্ষার কেন্দ্রিয়করণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে ছাত্র সমাজকে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।
Students Protest
বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
×
Comments :0