সদ্য জয়ী পঞ্চায়েত সদস্যা ফিরদৌসী খাতুনকে কিনতে সদস্যার স্বামী ওয়াসিম আক্রম মন্ডলের অসুস্থতাকে হাতিয়ার করলো তৃণমূল। প্রস্তাব দিল ১২ লক্ষ টাকার। বিনিময়ে ওই পঞ্চায়েত সদস্যাকে তৃণমূলে যোগ দিতে হবে। এই খবর চাউর হতেই তৃণমূলের এই অমানবিক মনোভাবের সমালোচনার ঝড় উঠেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। তৃণমূলের এহেন প্রস্তাবের জবাব দিয়েছেন সিপিআই(এম)'র সদস্য তথা ডি ওয়াই এফ আই নেতা ওয়াসিম আক্রম মণ্ডল। সে দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূলের মুখের উপর বলে দেয় মৃত্যুকে আলিঙ্গন করতে পারি কিন্তু, আদর্শ বিক্রি করতে পারবো না। গত কয়েকদিন আগেই বড় বাঁকড়া গ্রামের বাসিন্দা ওয়াসিম জানতে পারে সে মারণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত।
বর্তমানে সে মুম্বাইতে চিকিৎসাধীন। গত কয়েকদিন আগে তার এই অসহায়তার সুযোগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে আসে এবং নির্লজ্জভাবে অমানবিক প্রস্তাব দেয় বলে শুক্রবার অভিযোগ করেন ডিওয়াইএফ আই সর্বভারতীয় নেতা সফিকুল সরদার। তিনি জানান, এবার পঞ্চায়েত নির্বাচনে বাকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ১৬ নং আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম)'র প্রার্থী হিসাবে ফিরদৌসী জয়ী হয় ১৫৬ ভোটের ব্যবধানে। বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতটি ত্রিশঙ্কু অবস্থায় আছে। ২১টি আসন বিশিষ্ট বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে ২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করে। বাকি ১৯টি আসনে ভোট হয়। তৃণমূল জয়ী হয় মোট ১০টি আসনে। বামফ্রন্ট ৪টি কংগ্রেস ৪টি , আইএস এফ ১টি ও বাম সমর্থিত নির্দল ১টি আসনে জয়ী হয়।বিজেপি ১টি তে জয়ী হয়। বামফ্রন্ট কংগ্রেস আই এস এফ এবং বাম সমর্থিত নির্দলের মিলিত আসন সংখ্যা ১০। বিজেপি এখনও মধ্যবর্তী স্থানে। ফলে পঞ্চায়েতে বোর্ড গঠনে কেউই সংখ্যা গরিষ্ঠতা পায় নি। এমতবস্থায় তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের জয়ী ১ জন সদস্যকে তাদের অনুকূলে আনতে পারলে পঞ্চায়েতে তারাই বোর্ড গঠন করতে পারবে।
কথায় বলে 'দুরাত্মার ছলের অভাব হয় না'। তাই আর দেরি না করে মারণব্যাধি কোলোন ক্যান্সারে আক্রান্ত ওয়াসিমের এই অসহায়তার সুযোগ নেয় তৃণমূল। ওয়াসিম এক মূহুর্ত দেরি না করে তৃণমূলের এহেন জঘন্য প্রস্তাব ফিরিয়ে দেয়। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ওয়াসিমের এখন আর্থিক সহযোগিতা দরকার। সিপিআই(এম), বামপন্থী বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে ওয়াসিমের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে সমাজের বিভিন্ন অংশের সহৃদয় ব্যক্তিদের কাছে। বহু মানুষ ইতিমধ্যে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন। আরও অনেক অর্থের প্রয়োজন। প্রয়োজন প্রয়োজন আরও অনেক মানুষের সহযোগিতা। তরতাজা যুবক ওয়াসিম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও সে প্রত্যয়ী। সে ফিরতে চায়। সে চায় লাল ঝান্ডা কাঁধে নিয়ে ফের জীবনজীবিকার লড়াইয়ে সামনের সারিতে থাকতে।
ওয়াসিমের মায়ের নাম মিসেস মাফুদা মণ্ডল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং- ৫০৩৫২৩৩০০৯৩, ইন্ডিয়ান ব্যাঙ্ক, আইএফএসসি কোড নং- আই ডি আই বি ০০০ বি ৮৬৩। মুঠোফোন মারফত যোগাযোগ-৯৬০৯৪২০৩৩৫।
Comments :0