Tapas Roy

তৃণমূল ছাড়ছেন তাপস রায়

রাজ্য

তৃণমূল ছাড়ছেন বর্ষীয়ান তৃনমূল নেতা তাপস রায়। সোমবার সকালে বাড়িতে সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ এদিন জানান তিনি।
তাপস রায় বলেন, "এত দুর্নীতি, সন্দেশখালি, এত উপেক্ষা সহ্য করা যাচ্ছে না, ইডি অভিযানেও দল পাশে দাঁড়ায়নি।"  
বিধানসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূলী বিধায়ক তাপস রায়।
দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগ্রে তাপস বলেন, 'শেখ শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দিতে পারেন কিন্তু আমার বাড়িতে ইবি অভিযান নিয়ে তিনি একটি বাক্য খরচ করেননি'।
গত ১২ জানুয়ারি তাপস রায়ের বাড়ি ইডি তল্লাশি চালায় তারপর থেকেই দলের সাথে তার দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এদিন তাপস দাবি করেন তার দলের কেউ কেউ এই ইডি অভিযানের সাথে যুক্ত।
বিগত কয়েক মাস ধরে উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নিশানা করে চলেছেন তাপস রায়।
এই দিন সকালে তাপসের মানভঞ্জন করার জন্য তার বাড়িতে যায় ব্রাত্য বসু এবং কুনাল ঘোষ উল্লেখ্য কুনাল ঘোষ কয়েক দিন ধরে তাপস রায়ের মতো সুদীপ বন্দ্যোপাধ্যায় কে লাগাতার নিশানা করে চলেছেন।
রাজনৈতিক মহলে জল্পনা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়। উত্তর কলকাতা লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 
২০১১ সাল থেকে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের জয়ী হয়ে আসছেন তাপস।

Comments :0

Login to leave a comment