Farmer movement

আন্দোলনরত কৃষকদের ওপর চললো টিয়ার গ্যাস

জাতীয়

ফসলের দামের আইন সহ একাধিক দাবিকে কেন্দ্র করে কৃষকদের দিল্লি অভিযানকে কেন্দ্র করে উত্তাল দিল্লি পাঞ্জাব সীমান্ত। 
গোটা দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারি আইন অমান্যের ডাক দিয়েছে কৃষকরা। সেই কর্মসূচির অন্যতম অংশ দিল্লি অভিযান। কৃষকদের এই আন্দোলন ঠেকাতে গতকাল গোটা দিল্লিকে কার্যত নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা সম্ভু সীমান্তের কাছে কৃষকদের মিছিলের ওপর টিয়ার গ্যাস চালায় পুলিশ। গোটা ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

অন্যদিকে ফসলের দামের আইনের দাবিতে দিল্লি যাচ্ছিলেন কৃষকরা। তাঁদের ওপরেই হামলা চালালো হরিয়ানার পুলিশ। দিল্লির কাছে আম্বালায় টিয়ার গ্যাস চললো সমানে। উড়ানো হলো ড্রোন। 
ফসলের দামের আইন হবে, মোদী সরকারের থেকে এই প্রতিশ্রুতি আদায় করেছিল দিল্লির কৃষক আন্দোলন।
কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। হান্নান মোল্লা সহ একাধিক কৃষক নেতা সামনে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে বারবার পথে নেমেছেন দেশের কৃষকরা। আমাদের রাজ্য আজকে এই কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জেলায় জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment