অস্বাভাবিক ঠাণ্ডা আর ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম।
এক লরিতে ধাক্কা পরপর কয়েকটি গাড়ি, জখম ৩। ঘটনাটি ঘটেছে চোপড়া এলাকায়। রাজ্য সড়কের রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা পরপর বেশ কয়েকটি গাড়ির। ঘটনায় জখম হয়েছেন তিনজন। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা বলে এলাকার মানুষের কাছ থেকে জানা গিয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সুফলগছ এলাকায়।
সুত্রে আরও জানা যায়, মঙ্গলবার রাতে টায়ার ফেটে যাওয়ায় লরিটি রাস্তার ভুল দিকে আটকে যায়। বুধবার সকালে ভীষণ ঠাণ্ডা আর ঘন কুয়াশার জেরে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে পরপর বেশ কয়েকটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডিভাইডারে উঠে যায়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় দাঁড়িয়ে থাকা ছোট গাড়ির চালক, খালাসি সহ তিনজন জখম হয়েছেন। ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments :0