Sikkim Accident

সিকিমের পথে নদীতে পড়ল গাড়ি, নিহত ২

জাতীয় রাজ্য

সিকিমে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই একাটি গাড়ি, প্রাণ গেল চালক সহ দুইজনের। শনিবার সকালে সিকিমের সিংটামের কাছে পর্যটক বোঝাই চার চাকার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে চালক সহ মোট ছয় জন ছিলেন। যাত্রীদের সকলেই কলকাতার বাসিন্দা।  
জানা গেছে, কলকাতার একই পরিবারের পাঁচ জন পর্যটক নিয়ে গাড়িটি শিলিগুড়ি থেকে গ্যাঙটকের দিকে যাচ্ছিলো। সেই সময় সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই গাড়িটি সোজা রানি নদীতে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালক এবং এক পর্যটকের। 

স্থানীয় এবং প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম রবীন্দ্রনাথ পাল(৭২)। গাড়িতে থাকা বাকি চার জন পর্যটকের নাম তাপস পাল(৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০) এবং চার বছরের এক শিশু দুর্ঘটনায় জখম হয়েছেন। ৪ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্যাঙটক সেন্ট্রাল রেফারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চালকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিংটাম হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরেই গোটা এলাকয় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত বাড়িয়ে দেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটি সিকিমের। সম্ভবত গাড়িটি বুক করেছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা ঘটনাটি সিকিম সরকার তদন্ত করে দেখছে।

Comments :0

Login to leave a comment