বুধবার রাতে মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে আটলেটিকোকে হারাল রিয়াল। ৪ মিনিটে রডরিগো গোল করে রিয়ালকে এগিয়ে দেন। ৫৫ মিনিটে বক্সের বাঁ দিক থেকে এক দূরহ কোণে শট করে দুর্দান্ত গোল জুলিয়ান আলভারেজের। তবে ম্যাচের ৫৫ মিনিটে ব্রাহিম ডিয়াজের গোলে ফের এগিয়ে যায় রিয়াল। প্রথম লেগে ২-১ জেতায় এডভান্ডেজ রিয়ালের। ফিরতি লেগে আগামী ১৩ মার্চ মাদ্রিদের রিয়াধ মেট্রোপলিটানো স্টেডিয়ামে নামবে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। এটি আটলেটিকোর হোম ম্যাচ হবে। এছাড়াও বুধবার রাত ১১: ১৫য় ফেনারউডের মুখোমুখি হবে ইন্টার মিলান। রাত ১:৩০ টায় ( বৃহস্পতিবার ) জার্মান দুই দৈত্য বায়ার লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ খেলবে আলিয়ানজ এরিনায়। বেনফিকার বিরুদ্ধে খেলবে দুরন্ত ছন্দে থাকা বার্সিলোনা। এছাড়াও আরো একটি বড়ম্যাচে পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে খেলবে পি এস জি ও লিভারপুল।
UEFA CHAMPIONS LEAGUE
মাদ্রিদ ডার্বিতে জয় রিয়ালের, লিভারপুল পিএসজি ম্যাচ

×
Comments :0