আমেরিকার পূর্ব অংশের একের পর এক প্রদেশ বিধ্বস্ত ঝড়ে। অন্তত ৬ লক্ষ বাড়ির বিদ্যুৎ সংযোগ নেই। ১২টি প্রদেশে হয়েছে ক্ষয়ক্ষতি। নিউ ইয়র্কেই ১ লক্ষ ৪৫ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।
তাপমাত্রা হিমাঙ্কের নিচে। কিন্তু হিটার জ্বালানোর উপায় নেই বাসিন্দাদের। মঙ্গলবার থেকেই বিভিন্ন জায়গায় ঝড়ের প্রভাব পড়েছে। বুধবার পর্যন্ত আলবামা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনায় ঝড়ে অন্তত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। টেক্সাস, সাউথ ক্যারেলিনা, জর্জিয়ার মতো প্রদেশে অন্তত ১২টি টর্নেডো হয়েছে বলে জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
কলম্বিয়ার ৬০ কিলোমিটার দূরে সাউথ ক্যারোলিনার বামবার্গে শতাব্দীপ্রাচীন সিটি হল ভেঙে পড়ে।
আমেরিকার পূর্ব অংশের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। ঝড়ের জেরে এর মধ্যেই বাতিল হয়েছে ১৩৫০টি উড়ান। শুক্রবার এবং শনিবার ফের ঝড়ের আশঙ্কা রয়েছে।
US STRORM
ঝড়ে ৬ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন আমেরিকায়
×
Comments :0