বেলগোরোডে ভেঙে পড়া বিমানে ছিলেন ইউক্রেনের ৬৫ সেনা। ঘটনার ঘন্টাখানেক পর এই তথ্য জানিয়েছে রাশিয়া।
বুধবার রাশিয়ার ইলিউশিন-৭৫ সামরিক পরিবহণ বিমানটি ভেঙে পড়ে সে দেশেরই বেরগোরোড অঞ্চলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বিমানের সব যাত্রীই নিহত হয়েছেন।
রাশিয়া জানিয়েছে বন্দি সেনা বিনিময়ের সমঝোতা অনুযায়ী ইউক্রেনের এই সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল। রাশিয়ার সংসদ ডুমায় দেশের এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন যে ইউক্রেনই প্লেনটিতে গোলা ছুঁড়েছে। তবে ইউক্রেন এই অভিযোগে কোনও প্রতিক্রিয়া বুধবার রাত পর্যন্ত জানায়নি।
বেলগোরোড অঞ্চলটি রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বিমানটি চাকালভস্কি বিমানক্ষেত্র থেকে বেলগোরোড যাচ্ছিল। যুদ্ধবন্দিরা ছাড়াও বিমানে ছিলেন ৬ বিমানকর্মী। তাঁরা সকলেই নিহত হয়েছেন।
রাশিয়ার সাংসদ আন্দ্রে কার্তাপোলোভ জানিয়েছেন যে আরেকটি বিমানে ইউক্রেনের আরও ৮০ যুদ্ধবন্দি ছিলেন। বন্দি বিনিময়ের জন্যই তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। বিমান ভেঙে পড়ার খবর আসতেই পরেরটিকে অন্য রুটে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি রাডারে ইউক্রেনের দিক থেকে ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা গিয়েছে।
PLANE RUSSIA MISSILE
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধরা পড়েছে রাডারে, বিমান ভেঙে পড়ার পর দাবি রাশিয়ার
×
Comments :0