গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে শুক্রবার পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি কালনা ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হাটকালনা গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতে মোট সংসদ সংখ্যা ২২টি। তার মধ্যে ২১টি সংসদে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প তালিকায় উপভোক্তাদের নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু একমাত্র মন্ডলপাড়া সংসদে একজন গরিব মানুষেরও নাম তালিকাভুক্ত হয়নি। অথচ হাটকালনা গ্রাম পঞ্চায়েতের দপ্তরটি এই মন্ডলপাড়া সংসদেই অবস্থিত। ফলে স্বাভাবিক কারণেই এই সংসদের মানুষজন সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন। পঞ্চায়েত দপ্তরে তারা তালা ঝুলিলে দিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের সময় ঘটনাস্থলে পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ এসেও চরম বিক্ষোভের সম্মুখীন হন। পঞ্চায়েত প্রধান শুভ্র মজুমদার ঘটনাস্থলে এলে চরম বিক্ষোভের মধ্যে পড়েন। তার কিছুক্ষন পরেই ঘটনাস্থলে চলে আসেন কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শ্যামল দা। তিনিও সাধারণ মানুষের বিক্ষোভের সম্মুখীন হন। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে এসেও বিক্ষোভ প্রশমিত হয়নি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ও কালনা ১ বিডিও সেবন্তি বিশ্বাস। সাধারণ মানুষের অভিযোগ নিয়ে আগামী ৩ জানুয়ারি বৈঠক করে সমাধান করা হবে বলে আশ্বাস দেন। তারপরেই গ্রামবাসীরা বেলা দুটো নাগাদ নিজেরাই পঞ্চায়েতের গেটের তালা খুলে দেন।
Villagers Lock Gram Panchayat Office
গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ

×
Comments :0