West Bengal Governor

শিক্ষা মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের

রাজ্য

নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগে শিক্ষা মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে। 
শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণের প্রস্তাব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের পাশপাশি নির্বাচন কমিশনকেও রাজভবনের তরফে চিঠি দিয়ে এই দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে রাজভবনের তরফে এখন কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজ্যপালের এমন সুপারিশের সত্যতা স্বীকার করে নিয়ে টুইটে পাল্টা আক্রমণ শানিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, রাজ্যপাল শুধু একটি রাজনৈতিক দলের হয়ে আচরণ করছেন তাই নয়, তিনি নিজের সমস্ত সীমাও অতিক্রম করছেন।
দিন কয়েক আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের অধ্যাপক সংগঠন’র রাজ্য কনভেনশন আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। অভিযোগ, সম্মলনে সভাপতি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়েও আলোচনা করেন তিনি। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। দ্বারস্থ হয় নির্বাচন কমিশনে।  

Comments :0

Login to leave a comment