মহারাষ্ট্রের সাতারায় এক প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়ির পিছনে মাটির মধ্যে আংশিকভাবে চাপা পড়ে থাকা এক মহিলার পচনশীল মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সাতারার ওয়েডে গ্রামে প্রাক্তন বিজেপি বিধায়ক কান্ততাই নালাওয়াদের বন্ধ বাংলোর কাছে দুর্গন্ধযুক্ত বিকৃত পচাগলা দেহ পাওয়া গেছে।
তারা জানান, জায়গাটি পরিস্কারের সময় লাশ পাওয়া গেছে। মরদেহ উদ্ধারে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং বিপুল ভিড় জমে যায়। সাতরা থানার পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছে।
Woman’s rotting body found
মহারাষ্ট্রে বিজেপি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ

×
Comments :0