সোমবার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড লিভারপুল ছাড়ার কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই পরের মরশুমে তাকে স্বাগত জানাতে তৈরী হচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে আন্সেলোত্তির পর নতুন মরশুমে কোচের পদে থাকতে চলেছেন রিয়ালের প্রাক্তনী জাভি আলোন্সো। ২০২৪ এ বায়ার লেভারকুরসেনকে ' আনবিটেন ' চ্যাম্পিয়ন করিয়ে ছিলেন। বুন্দেসলিগা ছাড়াও দিয়েছিলেন ডিএফবি পোকাল। ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল তার দল। এই বছর বুন্দেসলিগার দ্বিতীয় স্থানে রয়েছে লেভারকুরসেন। গত বছর থেকেই রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জাভিকে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। মূলত ৩-৪-৩ ছকেই খেলতে পছন্দ করেন আলোন্সো। এই ছকে মুখ্য ভূমিকা পালন করতে পারেন আর্নল্ড। এই ছকে দুই উইংদের যথেষ্টই কার্যকরী হতে হয়। সেক্ষেত্রে ডানদিকে আর্নল্ড ও বাঁ দিক থেকে আর্দা গুলারের উপর বিশেষভাবে দায়িত্ব বর্তাতে চলেছে। তিনজনের মাঝমাঠে থাকতে পারেন মড্রিচ , ক্যামাভিঙ্গা ও বেলিংহ্যাম। শোনা যাচ্ছে যে রড্রিগোকে হয়তো ছেড়ে দিতে চলেছে রিয়াল। সেক্ষেত্রে আক্রমণে দায়িত্ব সামলাবেন এম্ব্যাপে ও ভিনিসিয়াস। রক্ষণে রুডিগার ও আসেনসিওর সঙ্গী হতে পারেন উইলিয়াম সালিবা। আর্সেনালের এই ডিফেন্ডারকে নিতে মরিয়া পেরেজ। সেইমতো তার সঙ্গে কথাবার্তাও শুরু করেছে রিয়াল ম্যানেজমেন্ট। সবমিলিয়ে আগামী মরশুমে ট্রফি জয়ের জন্য এখন থেকেই কোমরবেঁধে নেমেছে রিয়াল মাদ্রিদ। ২০২৪-২৫মরশুমে এখনও অব্দি কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল। যদিও লালিগাতে এখনও সম্ভাবনা রয়েছে তাদের। আগামী ২৫মে তারিখে রিয়ালের হয়ে শেষম্যাচ খেলাবেন আন্সেলোত্তি । তারপর তাদের পরবর্তী ম্যাচ ১৯জুন ক্লাব বিশ্বকাপের। তার আগেই রিয়ালের দায়িত্ব নেবেন জাভি আলোন্সো। আর্নল্ডের সঙ্গে লিভারপুলের চুক্তি শেষে হচ্ছে আগামী ৩১মে। তবে ক্লাব বিশ্বকাপের কারণে তাকে এই চলতি মাসের শেষে দিকে আনতে চাইছে রিয়াল। সেক্ষেত্রে চুক্তি শেষ হওয়ার আগে তাকে নিতে চাওয়ার কারণে লিভারপুল প্রায় ২মিলিয়ন ইউরো দাবি করেছে রিয়ালের কাছে। আগামী ২৫মে লিভারপুলেরও শেষ ম্যাচ । সেক্ষেত্রে তারপরেই তড়িঘরি আর্নল্ডকে উড়িয়ে আনা হতে পারে মাদ্রিদে। ক্লাব বিশ্বকাপের ম্যাচেই ঝলক মিলতে পারে জাভি আলোন্সোর নতুন ' গ্যালাক্টিকোস ' -র।
XAVI ALONSO'S NEW ' GALACTICOS '
জাভি আলোন্সোর নতুন ' গ্যালাক্টিকোস '

×
Comments :0