এবার সম্ভলেই বন্ধ মন্দির খোলার মাহাত্ম্য বর্ণনায় মনোযোগী হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আপাতত উপাসনাস্থল ঘিরে সমীক্ষা বন্ধ। উপাসনাস্থল আইনের উপর আবেদন বিবেচনার পাশাপাশি এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতই।
উত্তর প্রদেশের সম্ভলে মসজিদের নিচে মন্দির রয়েছে বলে সমীক্ষার আবেদন জমা পড়েছিল নিম্ন আদালতে। সমীক্ষার নামে বিশাল পুলিশবাহিনী ঢুকে পড়েছিল শাহী জামা মসজিদে। তা থেকে ২৪ নভেম্বর ছড়ায় উত্তেজনা। একাধিক যুবক নিহত হয়েছেন পুলিশের গুলিতে।
তবে বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনার নতুন উপাদান খোঁজার চেষ্টায় অক্লান্ত বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। রাজ্যে বিধানসভার অধিবেশনের আগে রবিবারই বসেছিল সর্বদলীয় বৈঠক।
রবিবারই উত্তর প্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘‘এতদিন বন্ধ থাকার পর এই মন্দিরকে খোলা হয়েছে। এই মন্দিরই আমাদের ঐতিহ্য এবং আমাদের সঠিক ইতিহাস বয়ান করছে।’’
১৯৭৮ সালে সম্ভলে সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে এই মন্দির বন্ধ ছিল। যোগী বলেছেন, ‘‘৪৬ বছর আগে বর্বর আক্রমণে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। তাদের বিচার হলো না কেন?’’ উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতির ঘৃণাভাষণে পরিচিত মুখ যোগী আদিত্যনাথ বলেছেন, ‘‘আমাদের সত্যকে আমাদের সংস্কৃতি লুকিয়ে রখা যাবে না।’’
রাজ্যের সরকার এক বিবৃতিতে দাবি করেছে মন্দিরের জমি দখল হয়ে পড়ে ছিল। তাদের সরিয়ে এই মন্দির উদ্ধার করা হয়েছে। তারপরই যোগীর এই ভাষণকে রাজনৈতিক মহল মন্দির-মসজিদ বিতর্কে ইন্ধন বলেই মনে করছে। মন্দির ভেঙে মসজিদ তৈরির দাবি অযোধ্যাতেও প্রমাণিত হয়নি। তাকেই ‘সত্য’ বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
২০২৪’র লোকসভা নির্বাচনে বিজেপি একা লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি। নির্বাচনের পর থেকেই ঘৃণাভাষণ এবং বিভাজনকে আরও তীব্র করার অভিযোগে বিজেপি’র বিরুদ্ধে সরব বিরোধীরা।
SAMBHAL YOGI
উত্তেজনার সেই সম্ভল ঘিরেই মন্দির ভাষণ যোগীর
×
Comments :0