Sandeshkhali

বাধা হটিয়ে বসিরহাটের এসপি অফিস ঘেরাও

রাজ্য

প্রবীর দাস

ব্যারিকেড ভেঙে বসিরহাটের এসপি অফিস ঘেরাও বিক্ষোভ দেখায় সিপিআই(এম)। নিরাপদ সর্দার সহ গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তির দাবি উঠলো স্লোগান।
সন্দেশখালির মহিলাদের ওপর দিনের পর দিন যেই অত্যাচার চলেছে তা আজ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন সেখানকার মহিলারা। আজ তারাই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আন্দোলনের প্রথমসারিতে। রবিবার মীনাক্ষী মুখার্জি, কনীনিকা ঘোষ, দেবাঞ্জন দে সহ ছাত্র, যুব এবং মহিলা নেতৃত্ব যায় তাদের সাথে কথা বলার জন্য। কিন্তু পুলিশ তাদের আটকায়। বন্দ করে দেওয়া হয় ফেরি পরিসেবা। কিন্তু তাও তারা মানুষের সাথে কথা বলেন।


অন্যদিকে গোটা বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দিতে মরিয়া বিজেপি। দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সাংবাদিক সম্মেলন করে বলছেন, হিন্দু বিবাহিত মহিলাদের সম্মানহানি করেছে শাহজাহান বাহিনী। আর রাজ্য শুভেন্দু অধিকারি বার বার ইতিহাসের সুলতান যুগের কথা উল্লেখ করে বলছেন, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেবদের রাজত্ব ফিরিয়ে আনা হচ্ছে।  বামপন্থীরা বারবারই বলেছেন যে দল বেঁধে লড়াইয়েই অধিকার আদায় করতে হবে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, লুটের বেলায় শিবু-শাহজাহান সব এক। আর রাজনীতির বেলায় মানুষের মধ্যে ভাগাভাগি করে বিজেপি এবং তৃণমূল। সেই কৌশলকে হারিয়ে একজোট হয়েছে সন্দেশখালি।

অন্যদিকে পুলিশের বাধা উপেক্ষা করে রাজ্যপালের সাথে দেখা করলেন সন্দেশখালির মহিলারা। কথাও বলেন রাজ্যপালের সাথে। তাদের অভিযোগ পুলিশ তাদের বার বার রাস্তায় বাঁধা দিয়েছে যাতে তারা দেখা করতে না পারেন। একজন মহিলা ক্ষোভের সাথে বলেন, ‘‘পাড়ার মোড়ে মোড়ে রাস্তায় দাঁড়িয়ে আছে পুলিশ এবং তৃণমূলের লোকেরা যাতে আমরা রাজ্যপালের সাথে দেখা করতে না পারি।’’

Comments :0

Login to leave a comment