তাঁকে ছাড়া আর কেউ সংবাদমাধ্যমের নজরে আসুন চান না ‘অহঙ্কারাচার্য’। তাঁর নির্দেশেই আসামের বরদুয়ায় থানে ঢুকতে বাধা দেওয়া হলো রাহুল গান্ধীকে।
টানা কয়েক ঘন্টা উত্তেজনার পর এমনই প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সোমবার বরদুয়ায় বৈষ্ণব ধর্মগুরু শ্রীমন্ত শঙ্করদেবের থানে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেতা রাহুলের। পুলিশের শীর্ষ আধিকারিকদের নেতৃত্বে বিশাল বাহিনী তাঁকে বাধা দেয়।
পুলিশের উদ্দেশ্যে রাহুলকে বলতে শোনা যায়, ‘‘আমার অনুমতি রয়েছে। সময়ও ঠিক করা রয়েছে। আমার দোষ কোথায়? কেন আমাকে যেতে দেওয়া হচ্ছে না?’’
পুলিশের বাধায় থানের বাইরে সমর্থকদের নিয়ে বিক্ষোভে বসে পড়েন রাহুল। তাঁকে ঢুকতে না দিলেও দলের সাংসদ গৌরব গগৈ এবং জয়রাম রমেশকে ভেতরে যেতে দেওয়া হয়।
পরে সাংবাদিক সম্মেলনে রমেশ বলেন, ‘‘আজ সব সংবাদমাধ্যমে কেবল একটি বিষয় দেখানো হচ্ছে।। একজনকেই দেখানো হচ্ছে। এই অহঙ্কারাচার্য চান না আর কাউকে দেখানো হোক। আর কোনও বিষয়ে আলোচনা হোক।’’
গগৈ বলেন, ‘‘দু’দিন আগে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই তো স্পষ্ট করে দিয়েছিলেন বাধা কেন। বলেছিলেন যে অযোধ্যার অনুষ্ঠানের মাঝে রাহুলকে টিভি’র পর্দায় আধাআধি দেখানো হলে ভালো দেখায় না।’’
আসামে এর আগে দু’বার হামলার মুখে পড়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। লখিমপুরে তাঁর বাসে লাঠির বাড়ি পড়ে। রমেশের গাড়ি ঘিরে রাখে বিজেপি’র বাহিনী। গুয়াহাটিতে রাহুল ঢুকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রমেশ জানিয়েছেন সোমবার মেঘালয়ে গেলেও গুয়াহটিতে যাবেন রাহুল।
Comments :0