Sandeshkhali

সন্দেশখালিতে আক্রান্ত আমরা মঞ্চের প্রতিনিধিরা

রাজ্য জেলা

রবিবার সন্দেশখালি গেলেন আক্রান্ত আমরা মঞ্চের ৬ প্রতিনিধিদল। ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অরুনাভ গাঙ্গুলি, মৌসুমী ঘোষ দাস, শ্রাবণী চ্যাটার্জি, অরুনিমা পাল, প্রমিলা রায় বিশ্বাস। মঞ্চের প্রতিনিধিরা কথা বলেন সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, কলোনিপাড়া, নতুনপাড়ার নির্যাতিতাদের সঙ্গে। কথা বলে তাঁরা জানতে পারেন ২০১১ সালের পর গরীব মানুষের জমি কিভাবে লুট হয়েছে। সরকারি প্রকল্পের টাকা সহ মজুরি কিভাবে লুট হয়েছে। কথা প্রসঙ্গে তাঁরা এও জানতে সন্দেশখালিতে গণতন্ত্র কার্যত ভূলুণ্ঠিত। মানুষ ভোট দিতে পারেন না। রাতবিরেতে পার্টি অফিসে ডেকে নিয়ে মা বোনেদের সম্ভ্রম কিভাবে লুট করেছে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দাররা তাও সবিস্তারে তুলে ধরেন নির্যাতিতা মহিলারা। তৃণমূলের এ হেন অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে কোদালের বাটের আঘাতে রক্তাক্ত হয়েছেন ঘরের পুরুষ মানুষরা। কর্মহীন সন্দেশখালি ছেড়ে দলে দলে পরিযায়ী শ্রমিকের তালিকায় নাম লিখিয়েছেন এমন করুন কাহিনী সহ অসংখ্য যন্ত্রনার দীর্ঘ তালিকার সাক্ষী থাকলেন মঞ্চের প্রতিনিধিরা।
আক্রান্ত আমরা' মঞ্চ প্রতিবাদীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। সে কথা জানালেন গ্রামবাসীদের। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী এবং পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত মুখ্যসচিব অর্ধেন্দু সেনের উপস্থিতিতে মহানগরে হলসভা আয়োজন করবে। আলোচ্য বিষয় হিসাবে থাকবে 'সন্দেশখালি কী বলছে?' সভায় বলবেন, কেবলমাত্র সন্দেশখালির আক্রান্ত এবং নির্যাতিতা মা-বোনেরা।
 

Comments :0

Login to leave a comment