বেলা ৩ টের সময় শুরু হবে ব্রিগেড সমাবেশ। সিআইটিইউ, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ। রাজ্যের সব প্রান্ত থেকে সমাবেশে আসছেন কর্মী সমর্থকরা। কেউ আসছে ট্রেনে, কেউ বাসে।
কলকাতা ও তার আশপাশ অঞ্চল থেকে ব্রিগেডে যারা আসবেন তারা বিভিন্ন রুটের বাস ভাড়া করেছেন।
জানা যাচ্ছে বিভিন্ন রুটের প্রায় সব বাস ভাড়া করা হয়েছে।
যেমন কসবা হাওড়া রুটের ২১ টি বাসের মধ্যে সব বাস ভাড়া নিয়েছেন বামপন্থী কর্মী সমর্থকরা। এসডি ৮, ২১২, ১ নম্বরের বিভিন্ন রুটের সব বাসের আজ গন্তব্য ব্রিগেড সমাবেশ।
কসবা রুটের বাস কন্ডাক্টর সুভাষ দাশের কথায়, "ব্রিগেড হলেই আমাদের বাস যায়। কিন্তু এবার অনেকদিন পর সব বাস ভাড়া নেওয়া হয়েছে।" তিনি বলেন, "আমাদের কিছুটা সুবিধা হলো, এই সুযোগে মিটিং শোনা হয়ে যাবে। ছুটি করে গেলে তো সমস্যা থাকে, বুঝতেই পারছেন।"
Brigade
কলকাতার সব রুটের বাসের আজ একটাই গন্তব্য

×
Comments :0