সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলেরই চতুর্থ শ্রেণির এক কর্মী সহ ক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বাগদা থানার হেলেঞ্চা গার্লস হাইস্কুলের ঘটনা। অভিযুক্ত স্কুল কর্মীর নাম মুকুল বিশ্বাস। তার বাড়ি হেলেঞ্চা বাজার সংলগ্ন এলাকায়। ধৃত ক্রেতার নাম সুখদেব ভদ্র। তার বাড়িও ওই হেলেঞ্চা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে সবুজ সাথীর সাইকেলের স্টক মিলিয়ে দেখেন। স্টক না মেলায় তখনই সন্দেহ হয় প্রধান শিক্ষিকার এরপরই স্কুলের তরফে থানায় অভিযোগ জানান। লিখিত অভিযোগ পেয়ে চতুর্থ শ্রেণি কর্মী ও সাইকেল ক্রেতাকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, সবুজ সাথীর সাইকেলটি কিনে স্থানীয় একটি সাইকেলের দোকানে সারাতে দিয়েছিল সুকদেব। তখনই বিভিন্ন মাধ্যম থেকে সাইকেল কেনার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বাগদা থানার পুলিশ। তারপরই ক্রেতা বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রধান শিক্ষিকা বলেন, ‘সাইকেল চুরি হয়েছে খবর পেয়ে স্টক মিলিয়ে দেখি সাইকেল নেই। এরপরই ঘটনার তদন্তের জন্য থানায় অভিযোগ জানাই’। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়।
Sabuj Sathi
সরকারি প্রকল্পের সাইকেল বিক্রির অভিযোগে ধৃত স্কুল কর্মী
×
Comments :0