MUMBAI BILL BOARD COLLAPSE

অসময়ের বৃষ্টিতে মুম্বইয়ে মৃত ৮

জাতীয়

Mumbai rain death bengali news

অসময়ের বৃষ্টিতে তোলপাড় মুম্বই। ঝোড়ো হাওয়ার দাপটে শহরের ঘাটকোপার অঞ্চলের চেড্ডানগরে একটি বিলবোর্ড ভেঙে পড়ে। সেই বিলবোর্ড  চাপা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। পুলিশ সূত্রে খবর, একটি পেট্রল পাম্পে বিলবোর্ড সংলগ্ন এলাকায় বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন ৪০ জনের কাছে মানুষ। তাঁদের উপর বোর্ডটি ভেঙে পড়ে। এখনও ৩০ জন চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

সময়ের বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন ব্যপক ভাবে বিঘ্নিত হয়েছে। ব্যহত হয়েছে লোকাল ট্রেন, বাস এবং মেট্রো পরিষেবা। দৃশ্যমানতার অভাবে মুম্বই বিমানবন্দরে ১৫ টি বিমান অবতরণ করতে পারেনি। যদিও বিকেল ৫ টার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

মুম্বই মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, আন্ধেরি ইস্ট এবং আরে অঞ্চলের মাঝে মেট্রো পরিষেবা বন্ধ করে দিতে হয়। এছাড়া ওয়াডালার পূজা জংশন এলাকায় একটি লোহার স্তম্ভ ঝড়ে ভেঙে পড়ে। সেই ঘটনায় ২ জন আহত হয়েছেন। একজন এখনও চাপা পড়ে রয়েছেন।

বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ভূষণ গাগরানি বলেছেন, ১০০ ফুট লম্বা বিলবোর্ডটি বেআইনি ভাবে লাগানো হয়েছিল।

Comments :0

Login to leave a comment