Visva Bharati

অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য কে বহিষ্কার করল বিশ্বভারতী কর্তৃপক্ষ

রাজ্য

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বহিষ্কার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ২২ ডিসেম্বর এই সিদ্ধান্ত চিঠি দিয়ে অধ্যাপক ভট্টাচার্যকে জানানো হয়। চিঠিতে কর্তৃপক্ষের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে, উপাচার্যের বিরুদ্ধে ছাত্রদের এবং বহিরাগতদের মদত দিয়েছেন। এছাড়া একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তবে অধ্যাপকের বিরুদ্ধে কোন প্রমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রয়েছে কিনা তা উল্লেখ করা নেই চিঠিতে। 

উল্লেখ্য উপাচার্যের নির্দেশে নিরাপত্তা কর্মীদের হাতে বহুবার আক্রান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের সমর্থনে দাঁড়ানো অধ্যাপকদের বিভিন্ন ভাবে হ্যানস্তা করা হচ্ছে বলে বার বার অভিযোগ তুলেছেন ছাত্র ছাত্রীরা। 

Comments :0

Login to leave a comment