BJP MLA

সিপিআই(এম)কে ঠেঙ্গানোর নিদান বিজেপি বিধায়কের

রাজ্য

সিপিআই(এম)কে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের ঠেঙ্গাতে হবে বলে প্রকাশ্য সভায় হুমকি দিলেন বিজেপি’র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি ও ওন্দার বিধায়ক অমর নাথ শাখা। শুক্রবার বিকালে ওন্দা থানার রতনপুরে প্রকাশ্য সভায় দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এ কথা বলেন তিনি। তিনি জানান, আগে সিপিএমকে ঠেঙ্গান, পরে তৃণমূলকে মারবেন। বিজেপি’র ওন্দার এই বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেগম বলে বলে আক্রমণের পাশাপাশি গঙ্গা ডিঙ্গানো পার্টি বলে জানান। পরে সাংবাদিকদের কাছেও নিজের বক্তব্য তিনি অনড় ছিলেন। রতন পুর এলাকার মানুষজনের বক্তব্য আসলে সিপিআই(এম)কে বিজেপি ভয় পেয়েছে। তাই এই আক্রমণের কথা বেরিয়ে এসেছে দলের নেতা ও বিধায়কের মুখ থেকে। মানুষ এসব হুমকি পাত্তা দেয়নি।  
এর আগেও সিপিআই(এম)কে হিংস্র ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন অমরনাথ শাখা। এবার তিনি সিপিআই(এম)কে ঠেঙ্গানোর নিদান দিলেন।

Comments :0

Login to leave a comment