রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৫ শ্রমিক এবং কর্মচারী। তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলায় এই বিস্ফোরণে নিহতের সংখ্যা লাফিয়ে বাড়তে বলে আশঙ্কা করছে প্রশাসন।
স্থানীয়েরা জানিয়েছেন বিস্ফোরণের সময় কারখানায় অন্তত ৫০ জন ছিলেন। বিস্ফোরণের পর তীব্র বেগে ধোঁয়া এবং ধুলোর মেঘে ঢেকে যায় অনেকটা এলাকা। ছিটকে পড়ে কারখানার বিভিন্ন অংশ। নিহতদের মধ্যে কারখানার ম্যানেজার আছেন বলে প্রাথমিক অনুমান প্রশাসনের। আবর্জনার স্তূপের নিচেও চাপা পড়ে রয়েছেন অনেকে। তার মধ্যে থেকে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা গিয়েছে।
সঙ্গারেড্ডি জেলাতেই গত সোমবার একটি তুলোর গুদামে আগুন লাগে। প্রশাসন জানায় শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড। আগের সপ্তাহেই অন্য একটি শিল্পাঞ্চলে আগুন লাগে।
TELENGANA BLAST
তেলেঙ্গানার কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৫
×
Comments :0