Howrah Bridge

হাওড়া ব্রিজে দুর্ঘটনায় জখম ১০

রাজ্য

হাওড়া ব্রিজের লোহার স্তম্ভে বাসের ধাক্কা। দুর্ঘটনায় গুরুতর আহত দশজন যাত্রী।  আহত হয়েছেন বহু যাত্রী। বাসে ঠিক কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি ৷ ব্যস্ত সময়ে দুর্ঘটনার কারণে ব্যপক যানজটের সৃষ্টি হয় ব্রিজে ৷ শুক্রবার দুপুরে হাওড়া ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে লোহার স্তম্ভে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন  ১২/এ বাসটি মেটিয়াব্রুজ থেকে হাওড়া আসছিল। বাসটি হাওড়া ব্রিজের উপর উঠতেই ব্রেক ফেল করে একটি পিলারে ধাক্কা মারে। হঠাৎ ধাক্কায় বাসের ভিতরে থাকা যাত্রীরা ঝাঁকুনি অনুভব করেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় কমপক্ষে দশজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পুলিশ এবং পথচারীরা।
গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের দিকে। বাসটি আটক করেছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত হয় বাসের চালক।
 

Comments :0

Login to leave a comment