কর্মসংস্থান, রুটি-রুজি, জীবন-জীবিকা রক্ষাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লুটে খাওয়ারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে খেটে খাওয়াদের সংগঠিত করুন। রবিবার ওষুধ শিল্পে শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে এমনই আহ্বান রাখলেন সিআইটিইউ উত্তর ২৪পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। শ্রমিক কৃষক খেতমজুরদের ব্রিগেড আগামী ২০ এপ্রিল। ওইদিন মানুষের ব্রিগেড গড়ে তুলতে জনগণের দাবিগুলিকে যুক্ত করে কেন্দ্রীয় সরকারের মানুষ মারা নীতির কারণে জীবনদায়ী ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় ওষুধের সীমাহীন মূল্যবৃদ্ধি সহ আপনাদের দাবিদাওয়াকে যুক্ত পাড়ায় মহল্লায় আওয়াজ তুলুন। ১এপ্রিল শ্রম কোড লাগু হতে চলেছে। আসুন ওইদিন আমরা মিলিতভাবে শ্রমকোডের প্রত্যয়িত কপি পুঁড়িয়ে বিক্ষোভে সামিল হই।
এদিন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এণ্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভস্ ইউনিয়ন (সিআইটিইউ) বসিরহাট লোকাল কমিটির সপ্তদশ সম্মেলন হয় বসিরহাট টাউনহল সংলগ্ন কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবনে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর ও কমরেড অর্নব দে মঞ্চে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক অভিজিৎ চক্রবর্তী। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ উত্তর ২৪পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি, প্রতাপ নাথ, গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিশ্বজিৎ বসু। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২২৬জন প্রতিনিধির উপস্থিতিতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সৌমিত্র দাস। কাজ এবং আন্দোলনের সুবিধার্থে ও সংগঠনের প্রসার ঘটাতে বসিরহাট লোকাল কমিটিকে ভেঙে দুটি কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়। জয়ন্ত চট্টোপাধ্যায়কে সভাপতি সৌমিত্র দাসকে সম্পাদক করে ১৫ জনের বসিরহাট -১ লোকাল কমিটি গঠিত হয়। পাশাপাশি সুমন ঘোষকে সভাপতি ও সনৎ মুখার্জিকে সম্পাদক করে ১৫জনের বসিরহাট -২লোকাল কমিটি।
BRIGADE CITU
জীবন-জীবিকা রক্ষায় খেটে খাওয়া মানুষদের সংগঠিত করার আহ্বান

×
Comments :0