CAMPAIGN SRIJAN

টালিগঞ্জে প্রচারে সৃজন

কলকাতা

বৃহস্পতিবার টালিগঞ্জের রানিকুঠি আজাদগড় এলাকায় প্রচারে সৃজন ভট্টাচার্য।

টালিগঞ্জের রানীকুঠি আজাদগড়ে এলাকায় এলাকায় প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। এর আগে লায়েলকা এলাকায় প্রচারসভা সেরেছেন তিনি।

এদিন সৃজনের প্রচারে সিপিআই(এম) কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এগিয়ে আসেন। কথা বলেন সিপিআই(এম) প্রার্থীর সাথে। 
এবার লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মানুষের ভালো সমর্থন পেয়েছেন সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন এই অঞ্চলে তিনি যখন প্রচার করেন তখন বহু সাধারণ মানুষ শাসক দলের চোখ রাঙানি উপেক্ষা করে এগিয়ে আসেন কথা বলেন। এলাকায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে কথাও বলেন তারা।

Comments :0

Login to leave a comment