Brigade Ratua

ব্রিগেড প্রচারে সভা রতুয়ায়

জেলা

রাজ্যজুড়ে বাড়ছে ব্রিগেড সমাবেশে প্রচারের তীব্রতা। বিভিন্ন প্রান্তে ছোট-বড় সভায় চলছে প্রচার। তেমনই প্রচার চলল মালদহের রতুয়ায়।
মঙ্গলবার রতুয়া-২ ব্লকের অচিনতলা হাটে প্রচারপত্র বিলি, মিছিল ও সভা করা হল। সভায় সভাপতিত্ব করেন মেসের আলি। সভায় বক্তব্য রাখেন গণ-আন্দোলনের নেতা কুন্তল চ্যাটার্জি, সারা ভারত কৃষক সভার রেজাউল করিম, সিআইটিইউ নেতা চৈতন্য মন্ডল, সেখ মাইজুল, জাহাঙ্গীর আলম, মিসবাহুল আলম ও নুরুল ইসলাম।
ব্রিগেড সমাবেশ ২০ এপ্রিল। ২০ মে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। প্রচার চলেছে দুই কর্মসূচিরই।
 

Comments :0

Login to leave a comment