সন্ত্রাসের আগল ভেঙে
এক সময়ে বামফ্রন্টের শক্ত ঘাঁটি। ২০১১’র পর থেকে ছিল তৃণমূলের সন্ত্রাস কবলিত। এবার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। চলছে প্রচার।
বাঁচাতে হবে দেশ
দেশে ধর্মনিরপেক্ষ জনদরদী সরকার গঠনের লক্ষে ভোট দিন বামপন্থীদের। আরামবাগ কেন্দ্রে ভোট দিন সিপিআই(এম)-কে। চলছে প্রচার।
প্রচার নিবিড়
খানাকুলের রাজহাটী-১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রামে গ্রামে তরুণ প্রার্থী দেখা করছেন সবার সঙ্গে।
চাই কাজের অধিকার
কুশালী, খানতারা, কামারশাল, রামচন্দ্রপুর, রাধাকৃষ্ণপুর, চক্রপুর গ্রামগুলি ও বারনন্দনপুরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি মধ্যারঙ্গ অবধি যায়। সঙ্গে ছিলেন নেপাল খাঁ, নীলরতন দোলুই, গৌর জানা, সমীর পাল, মহসিন কাদেরি, অমিতা ঘাঁটি, রমা খাঁ রায় প্রমুখ। মহিলা এবং যুব অংশ এগিয়ে আসছে প্রচারে। কাজের অধিকার, নারীর সম্ভ্রম রক্ষার লড়াইয়ে রয়েছে সিপিআই(এম)। প্রার্থী বিপ্লব বলছেন জনতাকে।
(ছবি ও তথ্য: অনন্ত সাঁতরা)
Comments :0