CBI Raids

ভোটের মাঝেই কাঁথির তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা

রাজ্য

ফাইল ছবি

লোসকসভা নির্বাচনের মধ্যেই গত বিধানসভার ভোট পরবর্তী হিংসা মামলায় দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’য়ের আধিকারিকরা। শুক্রবার সকালে কাঁথি- ৩ মারিশদা ব্লকে তল্লাশি অভিযানে নামে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাঁথির মারিশদা থানা এলাকার একাধিক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে যান চালায় সিবিআই’য়ের আধিকারীকরা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ সিবিআইয়ের দলটি মারিশদার ভাজাচাউলির সিজুয়া গ্রামে হাজির হয়। গোটা এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর সিবিআইয়ের আধিকারীকরা বুদ্ধদেব মাইতির বাড়িতে যান। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি বলেই প্রাথমিক খবরে জানা গেছে। তিনি কর্মসূত্রে হাওড়ায় রয়েছেন বলে পারিবারের সূত্রে খবর।


তাঁর বাবা তৃণমূল নেতা নন্দ দুলাল মাইতি ও স্ত্রী সহ পরিবারের সদস্যদের বেশ কিছু সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। নন্দ মাইতির দাবি তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে সিবিআই আধিকারীকরা। এদিন তদন্তকরী দল মারিশদায় অপর তৃণমূল নেতা দেবব্রত পন্ডার বাড়িতেও অভিযান চালিয়েছে। তাঁকেও বাড়িতে পাওয়া যায়নি বলে তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। প্রায় ২ ঘন্টা ধরে তদন্তের পর সিবিআই’য়ের আধিকারিকরা ফিরে যায়। 
২০২১ সালের ৩০ মার্চ বিধানসভার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলিতে জন্মেঞ্জয় দোলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সিপিআই(এম) নেতা দলীয় কর্মী বলে দাবি করে মারিশদা থানায় অভিযোগ করেছিলেন। পরে নিহতের ছেলে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলার তদন্তেই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকায় হানা দেয় সিবিআই। গত এপ্রিলের প্রথম সপ্তাহে এই ঘটনার তদন্তে কাঁথির ৩০ জন তৃণমূল নেতা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। এদের মধ্যে রয়েছেন কাঁথি সংগঠনিক জেলার আইএনটিইউসি সভাপতি বিকাশ চন্দ্র বেজ, রয়েছেন কাঁথি ৩ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তৃণমূলের বুথ, অঞ্চল নেতৃত্বরা। তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকার দাবী জানিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ এড়িয়ে গিয়েছেন তৃণমূল নেতারা। এই মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নাম থাকলেও এদিন মূলত দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই।  কাঁথি ৩ নং ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি জানান, ‘‘সাত সকালে সিবিআই’য়ের আধিকারিকরা আমার বাড়িতে বিপুল ফোর্স নিয়ে ঢুকে পড়ে। তিনি দাবি করেন আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। আগেও আমার ছেলে হাবড়ায় সিবিআইয়ের সঙ্গে দেখা করেছে। তারপরেও বাড়িতে ঢুকে আমাদের সবার ভোটার কার্ড, আধার, ব্যাঙ্ক, রেশন কার্ড নেওয়ার চেষ্টা করেছে। বাড়ির ভেতরে ঢুকে সিবিআই ট্যাঙ্ক ভেঙেছে বলে তিনি অভিযোগ করেছেন।

Comments :0

Login to leave a comment