এসএসবি ইন্সপেক্টর জিজিংমেড বর সইকিয়া জানান, আপাতত জলপাইগুড়িতেই থাকবেন তারা। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আসার চিঠি জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে পৌঁছে গিয়েছে। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে চলে এসেছে এক কোম্পানি বাহিনী। শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ ও বাহাদুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তারা। এলাকার মানুষদের নির্ভয়ে ভোট দানের আবেদন করেন জওয়ানরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। শুক্রবার বিকেলেই জলপাইগুড়িতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকাল থেকে গ্রামের রাস্তায় রুটমার্চ করছেন তারা। মূলত প্রত্যন্ত গ্রাম্য এলাকাতেই বেশি ঘুরতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
Central Force
জলপাইগুড়িতে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
×
Comments :0