Champai Soren

শপথ নিলেন চম্পাই সোরেন

জাতীয়

৩৬ ঘন্টা পর মুখ্যমন্ত্রী পেলো ঝাড়খন্ড। শুক্রবার সকালে রাজভবনে শপথ নিলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন। আগামী দশ দিনের মধ্যে বিধানসভায় নিজের সংখ্যা গরিষ্ঠতা করতে হবে চম্পাই সোরেন।

জমি কেলেঙ্কারি কান্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। গ্রেপ্তারির আগে রাজভবনে গিয়ে নিজের ইস্তফা দিয়ে আসেন। পরিষদীয় দলের বৈঠক থেকে চম্পাইয়ের নাম চুড়ান্ত হয়। রাজ্যপালের কাছে বিধায়কদের সই করা চিঠি নিয়ে সরকারের গঠনের দাবি জানালেও রাজ্যপালের পক্ষ থেকে গড়িমশি করা হয় সরকার গঠনকে কেন্দ্র করে।

রাজ্যপালকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে তার দলের ৪৭ জন বিধায়কের পাশাপাশি কংগ্রেস এবং আরজেডি বিধায়কদের সমর্থন আছে তার সাথে। এদিন চম্পাই সোরেন ছাড়া মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ নেন।

বৃহস্পতিবার রাতে জোটের বিধায়কদের রাজ্যের বাইরে উড়িয়ে নিয়ে যায় ঝাড়খন্ড মুক্তি মোর্চা। তাদের আশঙ্কা আগামী ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনের আগেই বিধায়ক ভাঙিয়ে সরকার গড়তে পারে বিজেপি, ঠিক যেই ভাবে মহারাষ্ট্র এবল কর্ণাটকে তারা করেছিল।

Comments :0

Login to leave a comment