Diamond Harbour

ডায়মন্ড হারবারে বোমায় আহত শিশু

রাজ্য জেলা

বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে হাতের খোয়াতে বসেছে একটি শিশু। ঘটনা ডায়মন্ড হারবারের। মঙ্গলবার সকালে শিশুটি বল ভেবে পড়ে থাকা বোমাটি নিয়ে খেলতে যায়, সেই সময় বিষ্ফোরণ হয়। আহত শিশুটিকে এবং তার পরিবারের লোকেদের পুলিশ ঘিরে রেখেছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে তার শারিরীক অবস্থা কেমন সেই বিষয় কিছু জানা যাচ্ছে না।

উল্লেখ্য মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনাতেই প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক মন্ত্রী, আমলা এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত আছেন। মুখ্যমন্ত্রী যেই জেলায় প্রশাসনিক বৈঠক করছেন সেই জেলায় একই দিনে এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। 

এছাড়া ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি দাবি করেন তার এলাকা শান্ত। কোন ঝামেলা নেই। মানুষ সেখানে ভালো আছেন। কিন্তু পঞ্চায়েত ভোট। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের বুথ দখল বিরোধীদের ওপর হামলা প্রতিদিন দেখা গিয়েছে। কদিন আগে এই জেলায় শান্তির জন্য গোটা রাজ্যে পুরষ্কার পেয়েছে জেলা পুলিশ। সিপিআই(এম) নেতা প্রতিকুর রহমান বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট ডায়মন্ড হারবারের অবস্থা কেমন। এতোদিন সিপিআই(এম) কর্মী সমর্থকদের ওফর হামলা করতো ভাইপোর বাহিনী এবার রেহাই পাচ্ছে না শিশু। রাস্তায় বোমা পড়ে থাকছে। এলাকায় কোন নিরাপত্তা নেই।

Comments :0

Login to leave a comment