শনিবার সকাল থেকে ধূপগুড়ি শহরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেছে তারা। রাতের অন্ধকারে গ্রামে এই বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষও হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কে বা কারা এই ধরনের উষ্কানি ছড়িয়েছে তাদেরও চিহ্নিত করা হয়নি।
লোকসভা নির্বাচন চলছে। সোমবার পঞ্চম দফার নির্বাচন। উত্তরবঙ্গে ভোট মিটেছে অনেক আগে। শেষ কয়েকটি প্রচারে এসে সরাসরি সাম্প্রদায়িক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একাধিক সভা থেকে বিজেপি নেতারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে। তৃণমূল এবং বিজপির প্রতিযোগীতামূলক সাম্প্রদায়িকতা থেকে রাজ্যের মানুষ যে মুক্তি চাইছে তার দুই দল আন্দাজ করতে পেরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভীড় বাড়ছে বামফ্রন্ট এবং কংগ্রেসের মিছিলে। এই পরিস্থিতিতে শেষ দফা নির্বাচন গুলোর আগে রাজ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি।
Comments :0