CORE SECTOR GROWTH

৮ মূল ক্ষেত্রে বৃদ্ধির হার কমল ডিসেম্বরে

জাতীয়

অর্থনীতির আটটি মূল ক্ষেত্রে কমল বৃদ্ধির হার। ২০২৩’র ডিসেম্বরে এই ৮টি ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৩.৮ শতাংশ। আগের বছরের ডিসেম্বরে বৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ। 
কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পরিশোধিত দ্রব্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুতকে অর্থনীতির আটটি মূল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। পরিকাঠামো ক্ষেত্রের হাল বোঝা যায় এই আটটি মূল ক্ষেত্রের ওঠাপড়া দেখে। 
কেন্দ্র যদিও বৃদ্ধির হারে সাফল্যের দাবি চালাচ্ছে। পরিকাঠামো ক্ষেত্রে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য আগের বাজেটেই জানিয়েছিল কেন্দ্র। বিপুল খরচ হয়েছে বলে দাবিও জানানো হচ্ছে। তা’হলে এই আট ক্ষেত্রে বৃদ্ধির হার আগের বছরের তুলনায় ডিসেম্বরে কমে গেল কেন, সেই ব্যাখ্যা মিলছে না। 
এদিন ডিসেম্বরে পরিকাঠামোর মূল ক্ষেত্রগুলিতে বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে কেন্দ্রই। জানানো হয়েছে নভেম্বরেও এক বছর আগের তুলনায় বৃদ্ধির হার ছিল ৭.৯ শতাংশ। এপ্রিল-ডিসেম্বর ত্রৈমাসিকের হিসেবে জানানো হয়েছে গড়ে ৮.১ শতাংশ থেকেছে এই আট ক্ষেত্রে বৃদ্ধির হার।

Comments :0

Login to leave a comment