দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর আসনে শরৎচন্দ্র হালদারকে প্রার্থী করল সিপিআই(এম)। শনিবার রাজ্য বামফ্রন্টের তরফে প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত।
শুক্রবার বামফ্রন্টের সাংবাদিক সম্মেলন হয়। সেখানে পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছিলেন, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩০টি আসনে বামফ্রন্ট লড়াই করবে। ১২টি আসনে লড়বে কংগ্রেস। শুক্রবার অবধি ২৮টি আসনে বামপন্থী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি ছিল কেবলমাত্র মথুরাপুর এবং জয়নগর আসনের প্রার্থীদের নাম। শনিবার মথুরাপুরের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল।
কংগ্রেসের তরফে বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে রাজ্যের ৯টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে এখনও। বনগাঁ, উলুবেড়িয়া এবং কাঁথি আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সার্বিক আসন সমঝোতা সম্পন্ন হবে।
Comments :0