পশ্চিম বর্ধমান জেলার একমাত্র সিপিআই(এম) পরিচালিত পঞ্চায়েত আমরাসোতা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁশড়া ও আমরাসোতা এলাকায় সৌরচালিত পথবাতি লাগানো হল। বুধবার বাঁশড়া ফুটবল ময়দানের সামনে পথবাতির উদ্বোধন করেন পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রম। তিনি জানান, পঞ্চায়েত তহবিলের ২ লক্ষ টাকায় ১২ টি সৌরচালিত পথবাতির সাথে ৯০ হাজার টাকায় ৩০ টি বিদ্যুতের পথবাতি লাগানো হবে। বাঁশড়া গ্রাম, আদিবাসী পাড়া, কোলিয়ারি, আমরাসোতা, শুড়িপাড়া, মালিপাড়ার দশ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে পঞ্চায়েতের কার্যনির্বাহী সহ আধিকারিক পিয়ালী গুহ, পঞ্চায়েত সদস্য দশরথ কোড়া, ববিতা বাউরি ও পঞ্চায়েত সমিতির সদস্য কান্তি মুর্মু সহ গ্রামের বহু মানুষ উপস্থিত ছিলেন। বাঁশড়া গ্রাম থেকে ১৯ নং জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাটি এই কাজের ফলে অন্ধকারমুক্ত হল বলে স্থানীয়দের দাবি।
বাঁশড়া গ্রামের মানুষের কথায়, তৃণমূলের পঞ্চায়েত যখন লুটের পঞ্চায়েতে পরিণত হয়েছে তখন ঐ ব্যবস্থার মধ্যে মানুষের জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করলো আমরাসোতা গ্রাম পঞ্চায়েত।
Paschim Burdwan
অন্ধকার রাস্তায় সৌরচালিত পথবাতি বসালে সিপিআই(এম) পরিচালিত পঞ্চায়েত
×
Comments :0